ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

২ আগস্ট দেশে ফিরবেন অর্থমন্ত্রী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৪, ২৭ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল চিকিৎসা শেষে আগামী ২ আগষ্ট দেশে ফিরবেন। রোববার (২৬ জুলাই) রাতে অর্থ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাকালে লন্ডন পৌঁছানোর পর অর্থমন্ত্রীকে সেখানে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে।  এ কারণে সেখানে পৌঁছানোর ১৪ দিন পরে তার চিকিৎসা কার্যক্রম শুরু হয়।  যে কারণে চিকিৎসার কাজে অর্থমন্ত্রীকে একটু বেশি সময় দেশের বাইরে থাকতে হচ্ছে।

বিদেশে থাকলেও অনলাইনের মাধ্যমে তিনি সার্বক্ষণিক দপ্তরের সাথে যোগাযোগ রেখেছেন এবং দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করছেন।

উল্লেখ্য যে, চিকিৎসার ফলোআপের জন্য গত ১ জুলাই বিকেলে লন্ডন যান অর্থমন্ত্রী।  আইসিসির সভাপতি থাকাকালীন থেকে আইসিসির তত্বাবধানে লন্ডনে যেসব ডাক্তাদের পরামর্শ গ্রহণ করতেন, পরে তিনি সেসব ডাক্তারদের পরামর্শ নিয়মিত নেন।  গত ৩০ জুন সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পাস হয়েছে।  এরও বেশ আগে ফলোআপ চিকিৎসকের পরামর্শের জন্য অর্থমন্ত্রীর লন্ডন যাওয়ার কথা ছিল।  করোনা পরিস্থিতি ও বাজেটের কাজের ব্যস্ততার জন্য তা সম্ভব হয়নি।  বাজেট উপস্থাপনের পরে তিনি চিকিৎসার ফলোআপের জন্য লন্ডন যান।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি